চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৬ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩ জুলাই) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে বহদ্দারহাট পুলিশ বক্সের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—মো. মানিক (২১) ও রিপন দেব (২২)। মানিকের বাড়ি পটিয়া থানার কামাল সওদাগরের বাড়িতে হলেও তিনি বর্তমানে মুরাদপুর এলাকায় থাকতেন। আর রিপন দেব বাঁশখালী থানার পুঁইছড়ি গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে চান্দগাঁও থানার চন্দ্রিমা আবাসিক এলাকায় বসবাস করতেন।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এর নেতৃত্বে এসআই ইমরান ফয়সাল ও সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন। অভিযানে দুই আসামির কাছ থেকে মোট ১৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রুজু করা হয়েছে।
এ বিষয়ে ওসি বলেন, “মাদকবিরোধী অভিযানে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। চট্টগ্রাম মহানগরীকে মাদকমুক্ত করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”