কাপ্তাইয়ে এইচএসসি ইংরেজি ২য় পত্র পরীক্ষায় অনুপস্থিত ১৫ শিক্ষার্থী – Chittagong News

কাপ্তাইয়ে এইচএসসি ইংরেজি ২য় পত্র পরীক্ষায় অনুপস্থিত ১৫ শিক্ষার্থী – Chittagong News

রাঙামাটির কাপ্তাইয়ে এইচএসসি ও সমমান পরীক্ষার ইংরেজি ২য় পত্রে ১৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই কর্ণফুলী সরকারি কলেজের অধ্যক্ষ ও পরীক্ষার হলের ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম বেলাল চৌধুরী।

তিনি জানান, চলতি বছর কাপ্তাইয়ের বিভিন্ন কলেজ থেকে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগ মিলিয়ে মোট ৮৭৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। তবে ১৫ জন অনুপস্থিত থাকায় অংশগ্রহণ করেছে ৮৫৮ জন শিক্ষার্থী। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ১৮১ জন, ব্যবসায় বিভাগে ১৯০ জন এবং মানবিক বিভাগে ৪৮৭ জন পরীক্ষার্থী অংশ নেয়।

অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে ৬ জন ছাত্র এবং ৯ জন ছাত্রী রয়েছেন বলে নিশ্চিত করেছেন পরীক্ষার দায়িত্বরত কর্মকর্তারা।

এদিকে, কাপ্তাইয়ে এইচএসসি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এমজে/সিটিজিনিউজ

Explore More Districts