হাটহাজারীতে পুকুরে মিললো অজ্ঞাত নারীর লাশ – Chittagong News

হাটহাজারীতে পুকুরে মিললো অজ্ঞাত নারীর লাশ – Chittagong News

চট্টগ্রামের হাটহাজারীতে একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে হাটহাজারী কৃষি ফার্ম সড়কের দক্ষিণ পাশে অবস্থিত একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। পরে আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

লাশের পরিচয় এখনও শনাক্ত হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এমজে/সিটিজিনিউজ

Explore More Districts