চাঁদপুর উদয়ন শিশু বিদ্যালয়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি সনদ ও অর্থ বিতরণ

চাঁদপুর উদয়ন শিশু বিদ্যালয়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি সনদ ও অর্থ বিতরণ

চাঁদপুর শহরের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান উদয়ন শিশু বিদ্যালয়ে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ ও অর্থ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও চাঁদপুর চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়।

তিনি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিশুদের মেধা বিকাশে এ ধরনের বৃত্তি পরীক্ষা ও সম্মাননা তাদের আগামীর পথচলায় অনুপ্রেরণা জোগাবে। উদয়ন শিশু বিদ্যালয়ের শিক্ষকরা যেভাবে নিষ্ঠা ও ভালোবাসায় শিক্ষার্থীদের গড়ে তুলছেন, তা প্রশংসনীয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসরিন আক্তারের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সহকারী শিক্ষক মাও. মাহমুদুল হাসান।

অনুষ্ঠানে অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন মো. মনির হোসেন ও শাহিনুর সাথী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়েন শিক্ষক গুলশান আরা খাতুন, জান্নাতুল ফেরদৌস, মিলি আচার্যী, সাবিনা ইয়াসমিন, সোলাইমান হোসেন, চিত্রা ভঞ্জ, ফাতেমা আক্তার, কুলসুমা আক্তার, রওশন আরা খাতুন, মোহাম্মদ হোসেন ও ফয়জুন্নেছা উইথি প্রমুখ।

উল্লেখ্য, কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় বিদ্যালয়ের কেজি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা অংশ নেয়। এরমধ্যে ৪২ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করে। জেলার মধ্যে একজন শিক্ষার্থী দ্বিতীয় স্থান এবং একজন তৃতীয় স্থান অর্জন করে প্রতিষ্ঠানকে সম্মানিত করেছে।

অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

এ অনুষ্ঠান শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে এক নতুন উদ্দীপনার সৃষ্টি করে।

স্টাফ রিপোর্টার,৩ জুলাই ২০২৫

Explore More Districts