শেবাচিম হাসপাতাল থেকে পালাল ডা*কা*তি মামলার আসামি

শেবাচিম হাসপাতাল থেকে পালাল ডা*কা*তি মামলার আসামি

৩ July ২০২৫ Thursday ১১:০৬:৫১ PM

Print this E-mail this


নগর প্রতিনিধি:

শেবাচিম হাসপাতাল থেকে পালাল ডা*কা*তি মামলার আসামি

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশ হেফাজত থেকে হাতকড়া খুলে ডাকাতি মামলায় গ্রেফতারকৃত মোঃ সুজন বেপারি ( ২৫) নামে এক আসামি পালিয়ে গেছে।

বুধবার ( ২রা জুলাই) দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালের মেডিসিন ইউনিট -২ এর অধীনে চতুর্থ তলা থেকে আসামি পালিয়ে যাওয়ার এ ঘটনা ঘটে।

বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।

মোঃ সুজন বেপারি মেহেন্দিগঞ্জ উপজেলার লেঙ্গুটিয়া গ্রামের মোঃ আব্দুর রাজ্জাক ওরফে কালাম বেপারির ছেলে।

সুজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বাকেরগঞ্জ থানাধিন সরশী পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ মাজহারুল আলম বলেন, আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানায় একটি মামলা হয়েছে। পালাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

তিনি আরো বলেন, হাসপাতালে চিকিৎসা দেওয়ার সময় দায়িত্বরত পুলিশ সদস্যদের চোখ ফাঁকি দিয়ে কৌশলে পালিয়ে যান। আসামিকে আমরা পুলিশ লাইনের রিজার্ভ পুলিশ সদস্যদের হাতে বুঝিয়ে দিয়েছিলাম, তারাই দায়িত্বে ছিল।”

এর আগে, গত রোববার (২৯ জুন) রাত ১২টার দিকে সরশী পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ মাজহারুল আলমের নেতৃত্বে একদল পুলিশ ডাকাতি মামলার আসামী মোঃ সুজনকে গ্রেপ্তার করে। তিনি পরদিন সকাল ৯ টায় অসুস্থ হয়ে পড়লে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়। পরে বুধবার (২রা জুলাই) সকাল ৭ টার দিকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে আর পাওয়া যায়নি।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মাসুম বিল্লাহ বলেন- আপনি (প্রতিবেদক) জানলেন কিভাবে? ঘটনা সত্য। আমি হাসাপাতালে গিয়েছিলাম। ডাকাতি মামলার আসামী মোঃ সুজন খুব চতুর। তিনি অসুস্থতার নাটক করে হাসপাতালে ভর্তি হয়েছিল। পরে পুলিশ সদস্যদের চোখ ফাঁকি দিয়ে কৌশলে হাতকড়া খুলে পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’

বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন বলেন, বাকেরগঞ্জ থানাধিন সরশী থেকে ডাকাতি মামলার আসামী মোঃ সুজনকে আটক করা হয়। তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল থেকে হাতকড়া খুলে পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। শিগগিরই তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts