বরিশালে সাংবাদিকের বিরুদ্ধে মামলা : বিএমএসএফের প্রতিবাদ

বরিশালে সাংবাদিকের বিরুদ্ধে মামলা : বিএমএসএফের প্রতিবাদ

৩ July ২০২৫ Thursday ৮:০৫:৩১ PM

Print this E-mail this


আমাদের বরিশাল ডেস্ক:

বরিশালে সাংবাদিকের বিরুদ্ধে মামলা : বিএমএসএফের প্রতিবাদ

জনগনের ব্যবহার্য পুকুর দখলের প্রকাশিত সংবাদের জেরধরে দৈনিক যুগান্তর পত্রিকা ও বেসরকারি টেলিভিশন এনটিভির বরিশালের ব্যুরো প্রধান আকতার ফারুক শাহীনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন, সত্য ঘটনা লিখতে গিয়েও যদি একজন সাংবাদিককে মামলার আসামি হতে হয় তা অত্যন্ত দুঃখজনক।

তিনি অবিলম্বে সাংবাদিক আকতার ফারুক শাহীনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি করেন।

সাংবাদিক আকতার ফারুক শাহীন ন্যাশনাল ডেইলিজ ব্যুরো চীফ এ্যাসোসিয়েশন (এনডিবিএ) বরিশালের সাধারণ সম্পাদক।

বিএমএসএফ’র বিবৃতীতে আরও উল্লেখ করা হয়েছে, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (বর্তমানে পদ স্থগিত) ও সাবেক এমপি বিলকিস আক্তার জাহান শিরিন আজ বৃহস্পতিবার বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোতোয়ালি আমলী আদালতে (সিআর নং ১৩৮৯) ৫০০/৫০১/৫০২ ধারায় মামলাটি দায়ের করেছেন।

মামলায় একমাত্র আসামি করা হয়েছে দৈনিক যুগান্তর পত্রিকা এবং বেসরকারি টেলিভিশন এনটিভির বরিশালের ব্যুরো প্রধান আকতার ফারুক শাহীনকে। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে একমাত্র আসামি সাংবাদিক আকতার ফারুক শাহীনের বিরুদ্ধে সমন জারি করে আগামী পহেলা সেপ্টেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

এরপূর্বে বাদীর বিরুদ্ধে ‘বরিশালে ১০ কোটি টাকার পুকুর দখল বিএনপি নেত্রী শিরিনের বিরুদ্ধে’ শিরোনামে ২০২৪ সালের ১১ আগস্ট দৈনিক যুগান্তর পত্রিকায় একটি সংবাদ প্রকাশ করা হয়।

বিএমএসএফ’র বিবৃতীতে উল্লেখ করা হয়, বাদী শিরিন যে দলিল মুলে পুকুর দখল করেছে সেই জমির বিপরীতে দুটি দলিল রয়েছে, যার একটি সৃজিত। সংশ্লিষ্ট ভূমি অফিসে রক্ষিত দলিলে শিরিন বা তার ওয়ারিশদের কোন অংশ নেই। এছাড়াও সরকারি আইন লঙ্ঘন করে পুকুরটি ভরাট করা হয়েছে, যা প্রচলিত আইনে দন্ডনীয় অপরাধ।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts