লক্ষ্মীপুরের রামগতিতে বলি ট্রাকের ধাক্কায় সামিয়া আক্তার শান্তা (১৪) নামের এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুৃহস্পতিবার বেলা ২টার দিকে রামগতি-সোনাপুর সড়কের আজাদ নগর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত সামিয়া আক্তার শান্তা মালেক মোল্লা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী ও মালেক মোল্লা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলী হোসেনের মেয়ে।
স্থানীয়রা জানায়, স্কুল থেকে পরীক্ষা শেষে সহপাঠিদের সাথে বাড়ি ফিরছিল শান্তা। আজাদ নগর ব্রিজ এলাকায় তারা আসলে বিপরিত দিক থেকে আসা বালু ভর্তি একটি বলি ট্রাক তাকে চাপা দেয়। বেপরোয়া ট্রাক চালানোকে দায়ী করছেন স্থানীয়রা।
মালেক মোল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যালয়ের অধ-বার্ষিকী পরিক্ষা শেষে ওই শিক্ষার্থী বাড়ি ফিরছিলো। নিহত শান্তা আমাদের সহকর্মী আলী হোসেনের মেয়ে। ঘটনাস্থল থেকে উদ্ধার করে নোয়াখালী নেওয়ার পথে তার মৃত্যু হয়। শান্তা একজন মেধাবী ছাত্রী, তার শ্রেনী রোল-১।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন. চালক সহ বালুর ওই ট্রাকটি আটক করা হয়েছে।