যশোর মেডিকেল কলেজে সকল সংগঠনের কার্যক্রম বন্ধ ঘোষণা

যশোর মেডিকেল কলেজে সকল সংগঠনের কার্যক্রম বন্ধ ঘোষণা

যশোর মেডিকেল কলেজে রাজনৈতিক ও অন্যান্য সকল সংগঠনের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আবু হাসনাত মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয় (স্মারক নম্বর- ৫৯.১৪.৪১৮৭.০০০.১৪২.০৬.০০০১.২৫)।

জানা গেছে, ২০২৩ সালের ৮ আগস্ট একাডেমিক কাউন্সিলের বর্ধিত সভায় প্রথমবারের মতো সকল সংগঠনের কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত হয়। তবে তা বাস্তবায়ন হয়নি। সাম্প্রতিক রাজনৈতিক পরিবেশের পরিবর্তনে একটি ছাত্র সংগঠন কলেজে আবারও সক্রিয় হয়ে ওঠে এবং শিক্ষার্থীদের ভাগ করে ফেলে। কিছু শিক্ষকও নিজেদের রাজনৈতিক পক্ষ সমর্থনে শিক্ষার্থীদের বিভক্ত করেন।

ফলে কলেজের স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানী ইউনিটেও দুটি গ্রুপ তৈরি হয়।
গত ২৯ ও ৩০ জুন ঐশিক গ্রুপের ব্যানারে পৃথকভাবে নবীনবরণ ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়, যা দ্বন্দ্বকে আরও স্পষ্ট করে তোলে।

সাধারণ শিক্ষার্থীরা এ দ্বন্দ্বে ক্ষুব্ধ হয়ে কার্যক্রম স্থগিতের সিদ্ধান্তকে স্বাগত জানান।
অধ্যক্ষ ডা. আবু হাসনাত বলেন, “শিক্ষার্থীদের মধ্যে বিভক্তি এবং মুখোমুখি অবস্থানের কারণে অপ্রীতিকর ঘটনার শঙ্কা ছিল। তাই আমরা সন্ধানীসহ সকল সংগঠনের কার্যক্রম স্থগিত করেছি। শিক্ষার্থীদের কোনো রাজনৈতিক হাতিয়ার বানাতে দেওয়া হবে না। সুশৃঙ্খল একাডেমিক পরিবেশ বজায় রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

Explore More Districts