বরিশালে তরুণীকে ধর্ষণের হাত থেকে বাঁচিয়ে লম্পটকে পুলিশে দিল হিজড়ারা

বরিশালে তরুণীকে ধর্ষণের হাত থেকে বাঁচিয়ে লম্পটকে পুলিশে দিল হিজড়ারা

২ July ২০২৫ Wednesday ৯:৫৬:৩৭ PM

Print this E-mail this


নগর প্রতিনিধি:

বরিশালে তরুণীকে ধর্ষণের হাত থেকে বাঁচিয়ে লম্পটকে পুলিশে দিল হিজড়ারা

বরিশাল নগরীতে ধর্ষণের হাত থেকে এক তরুণীকে রক্ষা করেছেন তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা। সেই সঙ্গে ধর্ষণচেষ্টাকারী লম্পট যুবক সোহেলকে মারধর করে পুলিশে সোপর্দ করেছেন তাঁরা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর ৯ নম্বর ওয়ার্ডস্থ রসুলপুর চ‌রে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, তৃতীয় লিঙ্গের (হিজড়া) ব্যক্তিদের আশ্রয়স্থলে গতকাল রাতে অনুষ্ঠান থাকায় বিপুলসংখ্যক ব্যক্তি উপস্থিত ছিলেন। এর কিছু দূরে তরুণীর চিৎকারে তাঁরা বেরিয়ে গিয়ে তাঁকে উদ্ধার করেন।

ভুক্তভোগী তরুণী জানান, কেনাকাটার জন্য তিনি দূরে একটি দোকানে যাচ্ছিলেন। পথে সোহেল তাঁর পথরোধ করেন। তাঁকে টেনেহিঁচড়ে একটি ঘরের মধ্যে নেওয়ার চেষ্টা করেন। তখন তিনি চিৎকার দিলে তাঁর বাবা এগিয়ে আসেন। সোহেল তাঁর মাথায় কয়েকটি আঘাত করলে রক্তাক্ত জখম হয়। পরে হিজড়ারা এগিয়ে এসে তাঁদের উদ্ধার করেন।

পটুয়াখালী থেকে আসা হিজড়া পাখি ও স্থানীয় বাসিন্দা শান্তা জানান, ডাকচিৎকার শুনে তাঁরা বাইরে বেরিয়ে আসেন। তখন দেখেন এক তরুণীকে টানাহেঁচড়া করছেন সোহেল। বাবুল সরদার তখন রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন। প‌রে সব হিজড়া নেমে সোহেলকে আটক করে একটি ঘরের মধ্যে আটকে রাখেন। খবর দিলে কোতোয়ালি থানার পুলিশ এসে তাঁকে নিয়ে যায়।

বরিশাল কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, হিজড়ারা এক যুবককে আটক করে থানায় সোপর্দ করেছেন। এ ঘটনায় মারধরের অভিযোগে মামলা করেছেন তরুণীর বাবা। আটক সোহেলকে এ ঘটনায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts