টঙ্গীতে বিদেশি অস্ত্র ও গুলিসহ আটক ১ – Daily Gazipur Online

টঙ্গীতে বিদেশি অস্ত্র ও গুলিসহ আটক ১ – Daily Gazipur Online

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের টঙ্গী থেকে একটি বিদেশি রিভলবার ও ছয় রাউন্ড গুলিসহ একজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২ জুলাই) ভোরে টঙ্গীর আমতলী এলাকার টঙ্গী-কালিগঞ্জ আঞ্চলিক মহাসড়ক থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়।
আটক হওয়া মো. রাকিব হাসান (৪০) বরিশালের বাবুগঞ্জ থানার আরজি কালিকাপুর গ্রামের আজহার আলীর ছেলে। তিনি মহাখালি সাত তলা সংক্রামক ব্যাধী হাসপাতাল কোয়ার্টারে থাকতেন।
পুলিশ জানায়, গোপন খবরে গাজীপুর সিটি করপোরেশনের ৪৬ নম্বর ওয়ার্ডের আমতলী মোড়ে অবস্থান নেয় পুলিশের একটি দল। ওই সময় সেখানে ঘোরাঘুরি করছিলেন রাকিব। তার গতিরোধ করে দেহ তল্লাশি করে একটি বিদেশি রিভলবার ও ৬ রাউন্ড গুলি জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া টঙ্গী পূর্ব থানার ওসি মুহম্মদ ফরিদুল ইসলাম বলেন, ‘যথেষ্ট ঝুঁকির মধ্যে এ অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

 

Print Friendly, PDF & Email

Explore More Districts