হজযাত্রা শেষে দেশে ফিরেছেন ৬৩ হাজারের বেশি হাজি – DesheBideshe

হজযাত্রা শেষে দেশে ফিরেছেন ৬৩ হাজারের বেশি হাজি – DesheBideshe



হজযাত্রা শেষে দেশে ফিরেছেন ৬৩ হাজারের বেশি হাজি – DesheBideshe

ঢাকা, ০২ জুলাই – পবিত্র হজব্রত পালন করে গত রাত পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৬৩ হাজারের বেশি বাংলাদেশি। মোট ১৬৮টি ফ্লাইটে দেশে ফেরেন তারা।

আজ বুধবার (২ জুলাই) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয়।

বুলেটিনের তথ্যমতে, এবার সৌদি আরবে হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত ৪২ বাংলাদেশি হাজি মারা গেছেন। মক্কা, মদিনা, জেদ্দা ও আরাফায় মারা যান তারা।

বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানায়, মঙ্গলবার (১ জুলাই) দিবাগত রাত তিনটা পর্যন্ত দেশে ফিরে আসা হাজির সংখ্যা ৬৩ হাজার ১৮৮। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনা দেশে ফিরেছেন ৫ হাজার ৭ জন। বেসরকারি ব্যবস্থাপনায় এসেছেন ৫৮ হাজার ১৮১ জন হাজি।

গত ১০ জুন শুরু হওয়া ফিরতি ১৬৮টি ফিরতি হজফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে ২৮ হাজার ৪২৭ জন, সৌদি এয়ারলাইন্সের মাধ্যমে ২৫ হাজার ৯৮৫ এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের মাধ্যমে দেশে ফেরেন ৮ হাজার ৭৭৬ জন হাজি।

সূত্র: ঢাকা টাইমস
এনএন/ ০২ জুলাই ২০২৫



Explore More Districts