জানতে চাইলে একটি মামলার বাদী নিহতের বাবা আবদুল মোতালেব আজ প্রথম আলোকে বলেন, ‘আলোচনা করে মামলাটি করা হয়েছে। মৃত ব্যক্তি আসামি হয়েছে, তা আমি জানি না।’
আরেক মামলার বাদী হয়েছেন সাহাব উদ্দিন। এতে আওয়ামী লীগের ৩৫ নেতা-কর্মীকে আসামি করা হয়। এজাহারে বলা হয়, গত বছরের ৫ আগস্ট নগরের লালদীঘি পাড় এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান বাদীর মাদ্রাসাপড়ুয়া ২১ বছর বয়সী নিজাম উদ্দিন।
জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল করিম প্রথম আলোকে বলেন, বাদী এজাহার দিয়েছেন। মৃত ব্যক্তি কিংবা নিরীহ কেউ আসামি হয়ে থাকলে তদন্তে বাদ যাবেন।