রাজাপুরে পারিবারিক বিরোধের জেরে বসতবাড়িতে হামলা, গুরুতর আহত বাবা-মেয়ে

রাজাপুরে পারিবারিক বিরোধের জেরে বসতবাড়িতে হামলা, গুরুতর আহত বাবা-মেয়ে

৩০ June ২০২৫ Monday ৮:৩৩:২১ PM

Print this E-mail this


রহিম রেজা , রাজাপুর সাংবাদিক ক্লাব:

রাজাপুরে পারিবারিক বিরোধের জেরে বসতবাড়িতে হামলা, গুরুতর আহত বাবা-মেয়ে

ঝালকাঠির রাজাপুর উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বসতবাড়িতে হামলা চালিয়ে এক বৃদ্ধ পিতা ও তার মেয়েকে মারধর করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। হামলার ঘটনায় রাজাপুর থানায় লিখিত অভিযোগ (এজাহার) দাখিল করেছেন ভুক্তভোগীর ছেলে মো. রনি খান।

ঘটনাটি ঘটেছে ২৯ জুন বেলা ১১টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ডহর শংকর গ্রামে।

এজাহারে বাদী রনি খান উল্লেখ করেন, পারিবারিক বিরোধের জেরে দীর্ঘদিন ধরেই তার দুলাভাইয়ের পরিবারের সঙ্গে বিরোধ চলে আসছিল। সম্প্রতি পরিবারের একজন সদস্য সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মারা গেলে জানাজায় অংশ না নেওয়াকে কেন্দ্র করে বিরোধ আরও তীব্র হয়। এরই ধারাবাহিকতায় সকাল ১১টার দিকে দেশীয় অস্ত্রসহ অভিযুক্তরা তাদের বাড়িতে হামলা চালায়।

অভিযোগে জানানো হয়, হামলাকারীরা রড, দা ও লাঠি নিয়ে বাদীর বাবা হারুন অর রশিদকে হত্যার উদ্দেশ্যে কোপ মারে। একপর্যায়ে দা-এর কোপে তার বাম পিঠে গুরুতর জখম হয় এবং লোহার রডের আঘাতে মাথায় ফুলা জখম হয়। তাছাড়া লাঠির আঘাতে শরীরের বিভিন্ন স্থানে নিলা ও ফুলা জখম হয়। এ সময় বাদীর বোন আইরিন আক্তার এগিয়ে এলে তাকেও এলোপাতাড়ি মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে কেটে দেয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হারুন অর রশিদকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন এবং আইরিন আক্তারকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts