যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) “ইনোভেশন ইন মলিকিউলার লাইফ সায়েন্স” শীর্ষক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের আয়োজনে আজ সকালে কেন্দ্রীয় গ্যালারিতে এ সম্মেলনের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে যবিপ্রবি উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. হোসেন আল মামুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, এই কনফারেন্স শিক্ষার্থীদের গবেষণার অনুপ্রেরণা জোগাবে এবং বিশ্ববিদ্যালয়ের অন্যতম লক্ষ্য হলো বিশ্বমানের জ্ঞান ও দক্ষ জনবল গড়ে তোলা।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান। আরও উপস্থিত ছিলেন আইসিডিডিআরবি, ঢাকা বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন প্রতিষ্ঠানের গবেষক ও শিক্ষকবৃন্দ। বক্তারা মলিকিউলার জীববিজ্ঞানে উদ্ভাবন ও অগ্রগতির উপর আলোচনা করেন।
দিনব্যাপী এ আয়োজনে ওরাল ও পোস্টার প্রেজেন্টেশনের আয়োজন করা হয়। সমাপনী পর্বে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ হয়।