২৮ June ২০২৫ Saturday ১২:৫১:৪৬ PM | ![]() ![]() ![]() ![]() |
পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুর শহরে বিয়ের বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় বাসে থাকা অন্তত ২৪ জন আহত হয়েছেন।
শুক্রবার বিকেল ৫টার দিকে শহরের নাজিরপুর সড়কের ব্রাহ্মণকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকেলে পিরোজপুর শহর থেকে একটি বিয়ের বাস বরযাত্রী নিয়ে সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে যাচ্ছিল। অপরদিকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা নাজিরপুর থেকে পিরোজপুর আসার পথে ব্রাহ্মণকাঠি এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন বাসযাত্রী নিহত হন।
নিহত ওই যাত্রীর নাম হান্নান হাওলাদার। তিনি সদর উপজেলার টোনা ইউনিয়নের মূলগ্রাম এলাকার মো. কাদের হাওলাদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে পাঁচটার দিকে বিয়ের বাসটি পিরোজপুর শহর থেকে দূর্গাপুর যাওয়ার পথে ব্রাহ্মণকাঠি এলাকায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি উল্টে যায়। আর অটোরিকশাটি দুমড়ে মুছড়ে যায়। এতে ঘটনাস্থলে একজন মারা যান এবং বাসে থাকা অন্তত ২৪ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়।
পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) নিজাম উদ্দিন বরিশালটাইমসকে বলেন, ‘একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। একই ঘটনায় আহত ২৪ জনকে চিকিৎসা দিয়েছি। তাদের মধ্যে ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
বিষয়টি নিশ্চিত করে পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, ‘সদর উপজেলার ব্রাহ্মণকাঠি এলাকায় একটি বিয়ের গাড়ি ও ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
পিরোজপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. সেলিম হোসেন বরিশালটাইমসকে জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে গিয়ে আহতদের জেলা হাসপাতালে নিয়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজে সর্বোচ্চ সহযোগিতা করছে। আহতদের থেকে উন্নত চিকিৎসার জন্য সহায়তা করছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ বরিশালটাইমসকে বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসক ও আমরা ঘটনাস্থলে গিয়ে আহত রোগীদের হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করি। আহত রোগীদের হাসপাতালে চিকিৎসার ব্যবস্থার করি। পিরোজপুর নাজিরপুর সড়কে যান চলাচল স্বাভাবিক আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |