সীতাকুণ্ডে খাওয়ারের সন্ধানে লোকালয়ে মেছোবাঘ, বনে অবমুক্ত – দৈনিক আজাদী

সীতাকুণ্ডে খাওয়ারের সন্ধানে লোকালয়ে মেছোবাঘ, বনে অবমুক্ত – দৈনিক আজাদী

সীতাকুণ্ডে খাবারের সন্ধানে লোকালয়ে ছুটে এলো একটি মেছোবাঘ। পরে সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ইকো ও পার্কে অবমুক্ত করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ শনিবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে বাড়বকুণ্ড ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড রঙ্গীপাড়া এলাকায় অবস্থিত যুবদল নেতা মোঃ লোকমান হোসেন রকিবের বাড়িতে একটি মেছোবাঘ ঢুকে পড়ে। পরে তাঁর ভাতিজা মাহমুদ, নাঈম, কায়েদ ও শাহরিয়াসহ গ্রামের লোকজন মেছোবাঘটিকে ধাওয়া করলে মেছোবাঘটি বাড়ির সামনে থাকা একটি জাম গাছের মগডালে উঠে পড়ে।

এরপর ওখান থেকে ধাওয়া করলে ইউনিয়ন পরিষদ পুকুরে লাফিয়ে পড়ে সে। এ সময় তারা পুকুরে জাল মেরে মেছোবাঘটি আটক করতে সক্ষম হন।

এদিকে যুবদল নেতা লোকমান হোসেন রকিব বলেন, একটি মেছোবাঘ আমাদের বাড়ি সামনে দিয়ে ঘোরাঘুরি করছিল। এ সময় বাড়ির সদস্য ও ভাতিজারা মেছোবাঘটিকে দেখতে পেয়ে ধাওয়া করলে মেছোবাঘটি দৌড়ে গিয়ে আমাদের জাম গাছে উঠে পড়ে। এরপর ওখান থেকে পুকুরে লাফিয়ে পড়লে সেখানে জাল মেরে সেটিকে আটক করে।

এরপর সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ইকো-পার্কের রেঞ্জারের কাছে নিয়ে যান। এ বিষয়ে বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্কে দায়িত্বে থাকা রেঞ্জার মোহাম্মদ আলাউদ্দিন বলেন, মেছোবাঘটিকে গ্রামের লোকজন আটক করে এখানে নিয়ে এসেছিল। তবে এখানে আনার পর মেছোবাঘটি জাল ছেড়ে বনে ঢুকে পড়ে। তবে মেছোবাঘটি হতাহত হয়নি। সুস্থ ছিল সে।

Explore More Districts