আমতলী পৌরসভার ডোবা—নালা যেন মশার আতুর ঘর

আমতলী পৌরসভার ডোবা—নালা যেন মশার আতুর ঘর

২৮ June ২০২৫ Saturday ৯:২৩:৫৪ PM

Print this E-mail this


আমতলী (বরগুনা) প্রতিনিধি:

আমতলী পৌরসভার ডোবা—নালা যেন মশার আতুর ঘর

বরগুনার আমতলী পৌরসভার শতাধিক ডোবা—নালা যেন মশার আতুর ঘর। শহর জুড়ে ডোবা—নালায় ময়লা আবর্জনায় ভরে আছে। ঢোবার পানি পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছে। মশা ও মাছির জন্ম হয়ে পরিবেশ চরম আকারে দুষিত হচ্ছে। কিন্তু এ ডোবা—নালাগুলো পরিষ্কার করে মশা—মাছি নিধনে পৌরসভা কতৃর্পক্ষের কোন কার্যকর উদ্যোগ নেই। দ্রুত পৌর শহরের অর্ধলাখ মানুষকে মশার তান্ডব থেকে রক্ষায় ডোবা নালা পরিস্কারের দাবী পৌরবাসীর।
জানাগেছে, ১৯৯৮ সালে আমতলী পৌরসভা প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর থেকেই পৌর শহরের ডোবা—নালা ময়লা আবর্জনায় ভরে একাকার হয়ে আছে। গত ২৭ বছরে পৌরসভা কতৃর্পক্ষ ওই ডোবা নালা পরিস্কারের কোন উদ্যোগ নেয়নি। পৌর কতৃর্পক্ষের উদাসিনতায় বছরের পর বছর ডোবা—নালাগুলো ময়লা আবর্জনায় ভরে আছে। ডোবার পঁচা পানি ও ময়লা আর্বজনায় পরিবেশ চরম আকার ধারন করছে। পঁচা দুর্গন্ধে মানুষের বসবাস করতে খুবই সমস্যা হচ্ছে।
পৌর শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখাগেছে, আমতলী উপজেলা নিবার্হী অফিসের চার পাশের লেক, এমইউ বালিকা মাধ্যমিক বিদ্যালয় সামনের লেক, সবুজবাগ লেক, চাওড়া লেক, খোন্তাকাটা লেক, বকুলনেছা মহিলা কলেজ লেক, আমতলী সরকারী কলেজের লেকসহ শতাধিক ডোবা নালায় ময়লা আবর্জনায় ভরে আছে। ওই ডোবা—নালার পানি পঁচে দুর্গন্ধ পরিবেশ চরম আকার ধারণ করছে। বছরের পর বছর পরে থাকলেও এ ডোবা—নালা পরিস্কারের কোন উদ্যোগ নেই।
আমতলী পৌরসভার প্রশাসনিক কর্মকতার্ মোঃ মামুনুর রশিদ বলেন, পরিত্যাক্ত ডোবা—নালাগুলো পরিষ্কার পরিছন্ন করে মশা নিধন করা হবে।
আমতলী উপজেলা নিবার্হী অফিসার পৌর প্রশাসক মোঃ রোকনুজ্জামান খাঁন বলেন, মশা নিধনে ইতিমধ্যে ফগার মেশিন দিয়ে ধোয়া দেয়া হয়েছে। তবে দ্রুত সময়ের মধ্যে ডোবা—নালা পরিস্কারে উদ্যোগ নেয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)





নির্বাচনের পরিচালনা ম্যানুয়েল চূড়ান্তে ইসির বৈঠক কাল

বরিশালে ডেঙ্গুতে এক শিশুর মৃ*ত্যু, হাসপাতালে ভর্তি ১৪১

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন: মিন্টু

সাগরে লঘুচাপের শঙ্কা, বরিশালসহ ৩ বিভাগে ভারি বর্ষণের আভাস

বরিশাল সদর:বিএনপির মনোনয়ন চাইছেন সাবেক ৩ এমপি সহ ৯ জন

Explore More Districts