নলছিটিতে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে চু*রি

নলছিটিতে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে চু*রি

২৭ June ২০২৫ Friday ১১:২৭:০৩ PM

Print this E-mail this


নলছিটি ((ঝালকাঠি) প্রতিনিধি:

নলছিটিতে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে চু*রি

ঝালকাঠির নলছিটি উপজেলায় এক পরিবারের শিশুসহ ছয়জনকে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ জুন) সকালে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়।

তারা হলেন– মেজবা উদ্দিন সৈকত, আবদুল আজিজ হাওলাদার, জানমুন নাহার নুপুর, পারভীন আক্তার, মুনিয়া ও মাছুরা। এদের মধ্যে আবদুল আজিজ হাওলাদারের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতের খাবার খেয়ে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। শুক্রবার সকাল হয়ে গেলেও তাদের কেউ ঘুম থেকে উঠছিলেন না। এ সময় হঠাৎ করে মেজবা উদ্দিন সৈকতের ঘুম ভাঙলে দেখেন, পরিবারের অন্য সবাই গভীর ঘুমে অচেতন অবস্থায় পড়ে আছেন। তিনি দেখেন, ঘরের স্টিলের আলমারি ও ড্রয়ার ভাঙা এবং ঘরের ভেতর তছনছ করা।

মেজবা উদ্দিন সৈকত বলেন, রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়ি। সকালে দেখি কেউ উঠতে পারছে না। হঠাৎ আমার ঘুম ভাঙে, দেখি সবাই অচেতন হয়ে পড়ে আছে। আলমারি ও ড্রয়ার ভাঙা, সব লুট করে নিয়ে গেছে। খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে আমাদের অচেতন করা হয়েছে। পরে স্থানীয়দের সহায়তায় সবাইকে হাসপাতালে ভর্তি করি। এ বিষয়ে থানায় জিডি করার প্রস্তুতি নিচ্ছি।

এ বিষয়ে ঝালকাঠি সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সুলতানা সনিয়া বলেন, হাসপাতালে ভর্তি ছয়জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ধারণা করছি, তাদের খাবারে ঘুমের ওষুধ জাতীয় কিছু মেশানো হয়েছিল। এ ধরনের রোগীকে পুরোপুরি সুস্থ হতে তিন থেকে পাঁচ দিন পর্যন্ত সময় লাগতে পারে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts