সখীপুরে মেয়ের বাড়িতে গিয়ে বৃদ্ধার আত্মহত্যা – News Tangail

সখীপুরে মেয়ের বাড়িতে গিয়ে বৃদ্ধার আত্মহত্যা – News Tangail

এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুরে ফিরোজা বেগম(৬০) নামের এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার(২৭ জুন) উপজেলার হাতীবান্ধা পূর্বপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত ফিরোজা বেগম উপজেলার বহুরিয়া ইউনিয়নের বারাবর গ্রামের মৃত আফাজ উদ্দিনের স্ত্রী।

জানা যায়, বৃদ্ধা ফিরোজা বেগম গত এক মাস যাবত তার মেয়ের বাড়িতে অবস্থান করছিলেন। গতকাল বৃহস্পতিবার রাতের খাওয়া দাওয়া শেষে রাত ৯ টার সময় সবাই ঘুমিয়ে পড়েন। সকালে আফরোজা বেগম ঘুম থেকে উঠে তার মাকে বিছানায় দেখতে না পেয়ে আশেপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশে লিচু গাছের ডালের সাথে তার মায়ের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে চিৎকার চেচামেচি শুরু করেন। এসময় তার কান্নার শব্দে আশেপাশের লোকজন এগিয়ে আসেন। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

নিহতের মেয়ে আফরোজা বেগম জানান, আমার মা মানসিকভাবে অসুস্থ ছিলেন। ঠিকমতো খাওয়া-দাওয়া করতেন না। বেশিরভাগ সময় ঘুমাতেন। কেন কি কারণে এমনটি হলো বুঝতে পারছি না।

এ বিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল কালাম ভূইয়া জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts