প্রান্তিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

প্রান্তিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

‘ঠিকানার খোঁজে, শিকড়ের সন্ধানে’ এই স্লোগানকে সামনে রেখে পথচলা প্রান্তিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে বৃক্ষরোপণ ও বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। ২৬ জুন বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে এই আয়োজন করা হয়। এসময় কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপন এবং শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ বাবুরহট ক্যাম্পাসের একাডেমিক কো-অর্ডিনেটর কে.এম.ইকবাল গণি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রান্তিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক মো. মোবারক পালোয়ান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ বাবুরহাট ক্যাম্পাসের এসিস্ট্যান্ট ভাইস প্রিন্সিপাল (এডমিন) হারাধন চক্রবর্তী, এসিস্ট্যান্ট ভাইস প্রিন্সিপাল (একাডেমিক) মো. ফয়েজ পাটওয়ারী।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রান্তিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আশরাফুজ্জামান কাজী রাসেল‌।

বক্তারা বলেন, আমাদের পৃথিবীর নিঃস্বার্থ, প্রকৃত ও উপকারী বন্ধু হলো বৃক্ষ। বৃক্ষের ছায়াতলেই গড়ে উঠেছে মানবসভ্যতা। তাই বৃক্ষ ছাড়া মানুষের অস্তিত্ব কল্পনা করা যায় না। বৃক্ষ মানুষের জীবন ও জীবিকার সঙ্গে জড়িত। মানুষের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব রোধ ও প্রকৃতির ভারসাম্য রক্ষাসহ শোভাবর্ধনে বৃক্ষের গুরুত্ব অপরিসীম।

বক্তারা আরো বলেন, প্রকৃতির ভারসাম্য রক্ষা এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখতে বৃক্ষরোপণের বিকল্প নেই। বর্তমান সময়ে আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে বৃক্ষরোপণ অপরিহার্য। তাই বৃক্ষরোপণের উপকারিতা জানান দেওয়া এবং বৃক্ষরোপণে মানুষকে উৎসাহিত করতে হবে। প্রান্তিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের এই উদ্যোগকে আমরা ধন্যবাদ এবং অভিবাদন জানাই।

স্টাফ রিপোর্টার, ২৬ জুন ২০২৫

Explore More Districts