২৬ June ২০২৫ Thursday ৩:৪৭:৪০ PM | ![]() ![]() ![]() ![]() |
ইন্দুরকানী ((পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের ইন্দুরকানীতে ‘চোরকে’ আটক করতে গিয়ে তার রডের আঘাতে আহত হয়েছেন তিনজন। পরে তাকে ধরে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা।
মঙ্গলবার (২৪ জুন) দিনগত রাত ১টার দিকে উপজেলার কালাইয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় জনতা ওই চোরকে আটক করে পুলিশে দেন।
আহতরা হলেন একই গ্রামের তন্ময় বিশ্বাস (২৯), গপিনাথ হালদার (৩২), প্রমথ ঢালী (৫৫) ও চোর রেজাউল গাজী (৫০)। রেজাউল গাজী খুলনার বটিয়াঘাটা উপজেলার বাশবাড়িয়া গ্রামের আনসার গাজীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কালাইয়া গ্রামের নোমরহাট এলাকায় রাত ১টার দিকে স্থানীয়রা দুজনকে সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখেন। এসময় তাদের ডাক-চিৎকারে আরও কিছু লোক ছুটে এলে ওই দুজনকে আটকের চেষ্টা করা হয়। এদের মধ্যে একজন পালিয়ে যান। অপরজন রেজাউল গাজীকে আটকের সময় তার হাতে থাকা লোহার রডের আঘাতে তিনজন আহত হন। পরে ওই ব্যক্তিকে আটক করে মারধর করা হয়। এর কিছুক্ষণ পর তাকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে পুলিশ ইন্দুরকানী থানায় নিয়ে যায়।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন বলেন, কুখ্যাত চোর ও একাধিক মামলার আসামি রেজাউল গাজীকে আটক করে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মামলার প্রস্ততি চলছে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |