চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাট বাজারে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার। বৃহস্পতিবার বিকেলে মতলবের মুন্সীরহাট বাজারের শাহজালাল সুইটস ও আহাদ ফার্মেসীতে এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ চাঁদপুর জেলার সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
তিনি বলেন,শাহ জালাল সুইটস কে বাসি খাবার রাখায় ও নোংরা পরিবেশ থাকার অভিযোগে তিন হাজার টাকা এবং বিনামূল্যের সরকারি ঔষধ পাওয়ার অভিযোগ আহাদ ফার্মেসীকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ২৬ জুন ২০২৫