চাঁদপুরে ১৯ শহীদ পরিবারকে সঞ্চয়পত্র প্রদান

চাঁদপুরে ১৯ শহীদ পরিবারকে সঞ্চয়পত্র প্রদান

গেল বছর জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের মাঝে সঞ্চয়পত্র প্রদান করা হয়েছে।

বুধবার (২৫ জুন) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে শহীদ পরিবারের সদস্যদের হাতে এসব সঞ্চয়পত্র তুলেদেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

জেলা প্রশাসন থেকে জানানো হয়, এই প্রথম ১৯ শহীদ পরিবারকে ১০ লাখ টাকা করে ১ কোটি ৯০ লাখ টাকার সঞ্চয়পত্র দেয়া হয়েছে। এতে শহীদ পরিবারের ২৩ পরিবার এই সুবিধাভোগ করবেন।

জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, আমাদের জেলায় ৩১ শহীদ পরিবার। সবগুলো সঞ্চয়পত্র একসঙ্গে আসেনি। সরকারের বাজেটের বিষয়ও আছে। পর্যায়ক্রমে প্রত্যেকটি পরিবার ৩০ লাখ টাকা করে সঞ্চয়পত্র পাবেন। প্রথম পর্যায়ে আমরা ১৯ পরিবারকে প্রদান করেছি।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সুপ্রভাত চাকমাসহ অন্যান্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: আমিক বিন রহিম, ২৫ জুন ২০২৫

Explore More Districts