যশোর রেলস্টেশনে সেনাবাহিনীর অভিযান, ভারতীয় কসমেটিকসসহ নারী আটক

যশোর রেলস্টেশনে সেনাবাহিনীর অভিযান, ভারতীয় কসমেটিকসসহ নারী আটক

যশোর শহরের রেলস্টেশনে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ভারতীয় কসমেটিকসসহ এক নারীকে আটক করা হয়েছে। বুধবার (২৫ জুন) সকাল আনুমানিক সময় বেনাপোল-মোংলা গামী একটি ট্রেনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম ফুলি বেগম (৪৫)। তিনি যশোরের শার্শা উপজেলার গয়ড়া গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম বিপুল হোসেন।

অভিযানে তার কাছ থেকে অবৈধভাবে আমদানি করা ভারতীয় কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ডাভ সাবান ৬৪ পিস, দুলহান কালো তেল ২০ পিস, ফিয়ামা সাবান ২০ পিস, সিসা তেল ২০ পিস, ফিয়ামা সাওয়ার জেল ৩৯ পিস ও সনপাপড়ি ৮ পিস। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৩৬ হাজার টাকা।

জিজ্ঞাসাবাদ শেষে ফুলি বেগমকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

Explore More Districts