জর্ডন রোডে ৭ টন সরকারি চাল পাচারের সময় আটক করলো জনতা

জর্ডন রোডে ৭ টন সরকারি চাল পাচারের সময় আটক করলো জনতা

২৫ June ২০২৫ Wednesday ১২:১২:১৪ AM

Print this E-mail this


নগর প্রতিনিধি:

জর্ডন রোডে ৭ টন সরকারি চাল পাচারের সময় আটক করলো জনতা

বরিশালে তিন ট্রাক চাল কালোবাজারে পাচারের সময় আটক করেছে জনতা। পরে পুলিশ এসে চাল ভর্তি ট্রাক তিনটিকে জব্দ করে থানায় নিয়ে যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো মিজানুর রহমান। তিনি বলেন, নগরীর জর্ডন রোডে চাল ভর্তি তিনটি ট্রাক আটক করে স্থানীয়রা। তাঁরা থানায় খবর দিলে ঘটনাস্থলে সাব-ইন্সপেক্টর রুনু সরকার গিয়ে ট্রাক তিনটিকে জব্দ করে থানায় এনেছে। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে। জর্ডন রোডের বাসিন্দা মোস্তাফিজুল আলম সজিব বলেন, গতকাল সন্ধ্যায় দেখতে পাই জর্ডন রোডে বসে সরকারি চালের বস্তা এক ট্রাক থেকে আরেক ট্রাকে অদলবদল করছে। তখন তাদের কাছে জানতে চাই এগুলো কিসের চাল এবং কোথায় যাবে?। তখন ট্রাক চালক ও তাদের সাথে থাকা সদস্যরা একেকজন একেক বক্তব্য দিচ্ছে। তাৎক্ষণিক বিষয়টি থানা পুলিশকে জানালে ঘটনাস্থলে পুলিশ আসার পর জানতে পারি এগুলো ওএমস’র চাল। যেটা বরিশাল সরকারি খাদ্য গুদাম থেকে বের করে পটুয়াখালীতে নিয়ে যাওয়া হচ্ছিলো। তিনটি ট্রাকে মোট সাতটন চাল ছিলো।
ঘটনাস্থলে যাওয়া সাব-ইন্সপেক্টর রুনু সরকার বলেন, স্থানীয়দের দেয়া চাল পাচারের খবর শুনে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে ট্রাক চালকদের কথা সন্দেহজনক মনে হওয়ায় ট্রাক ভর্তি চাল জব্দ করে থানায় নিয়ে যাই। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি পদক্ষেপ নেয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)





২৪ ঘণ্টায় ডেঙ্গু আ*ক্রা*ন্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৯৪ জন, বরিশালেই ১৫৭

করোনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ১৯

প্রধান উপদেষ্টা ও দুদককে উকিল নোটিশ পাঠালেন টিউলিপ সিদ্দিক

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৯২

সাবেক সিইসি কে এম নুরুল হুদা গ্রেপ্তার

Explore More Districts