ইসরায়েলের ওপর ‘বেজায় নাখোশ’ ট্রাম্প – DesheBideshe

ইসরায়েলের ওপর ‘বেজায় নাখোশ’ ট্রাম্প – DesheBideshe



ইসরায়েলের ওপর ‘বেজায় নাখোশ’ ট্রাম্প – DesheBideshe

ওয়াশিংটন, ২৪ জুন – ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি নিয়ে ফের মুখ খুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি অভিযোগ করেন, দুই পক্ষই যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, তবে ইসরায়েলের আচরণ তাকে বিশেষভাবে ক্ষুব্ধ করেছে।

‘আমি নিশ্চিত নই ওরা ইচ্ছে করে করেছে কি না,’ বলেন ট্রাম্প। ‘তারা হয়তো নিজেদের লোকদের নিয়ন্ত্রণে রাখতে পারেনি।’

তবে তিনি স্পষ্ট করেন, যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পরপরই ইসরায়েলের ‘বোমাবর্ষণ’ তার দৃষ্টিতে চরম মাত্রার ছিল।

ট্রাম্প বলেন, আমি যখন বলি ‘তোমাদের ১২ ঘণ্টা সময়’, তখন ঠিক প্রথম ঘণ্টায় গিয়ে সব কিছু (বোমা) ফেলে দেওয়াটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি কটাক্ষ করে বলেন, মূলত আমাদের হাতে এখন দুটি দেশ আছে, যারা এত বছর ধরে এত কঠিনভাবে লড়ছে যে এখন নিজেরাই জানে না আসলে তারা কী করছে।

এদিন মেরিন ওয়ানে ওঠার আগে এভাবেই নিজের হতাশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট।

যুদ্ধবিরতি ‘চলমান’
এদিন ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, যুদ্ধবিরতি এখনো ‘কার্যকর’।

তিনি লেখেন, ইসরায়েল ইরানে আক্রমণ করছে না। সব যুদ্ধবিমান ফিরে আসছে এবং ফিরে যাওয়ার পথে ইরানের উদ্দেশে একরকম ‘বন্ধুসুলভ প্লেন ওয়েভ’ করছে। কেউ আহত হবে না, যুদ্ধবিরতি কার্যকর আছে!

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২৪ জুন ২০২৫



Explore More Districts