চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন বাঁশখালী থানার সাইফুল ইসলাম – দৈনিক আজাদী

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন বাঁশখালী থানার সাইফুল ইসলাম – দৈনিক আজাদী

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম। ২১ জুন (শনিবার) চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ওসি সাইফুল ইসলামকে এই সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু। অনুষ্ঠানে ওসি সাইফুল ইসলামেট হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়।

জানা যায়, গত মে মাসে থানার আইন-শৃঙ্খলা রক্ষায় ওসি সাইফুল ইসলামেট নেতৃত্বে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ ও অগ্রণী ভূমিকা রাখায়, বিশেষ করে মাদকবিরোধী অভিযান, চুরি-ডাকাতি দমন, গুরুত্বপূর্ণ আসামি গ্রেফতার এবং জননিরাপত্তা নিশ্চিতে তাঁর তৎপরতা ছিল দৃশ্যমান ও প্রশংসনীয়।

এছাড়াও অত্র থানা হতে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এএসআই লুৎফুর রহমান, শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী ও শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই জামাল হোসেন এবং সিডিএমএস এ শ্রেষ্ঠ মামলা নিষ্পত্তিকারী অফিসার রুবেল চন্দ্র সিংহ নির্বাচিত হন।

‎এ প্রসঙ্গে বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম বলেন, এই সম্মান এককভাবে আমার নয়। এটি বাঁশখালী থানায় কর্মরত সকল সহকর্মীদের একাগ্রতা, ঐকান্তিকতা ও পেশাদারিত্বের ফল। জনগণের আস্থা অর্জন ও নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান অঙ্গীকার।

Explore More Districts