বাহুবলে ৯০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী – Habiganj News

বাহুবলে ৯০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী – Habiganj News

হবিগঞ্জের বাহুবলে ৯০ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (১৯ জুন) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল টিম ৯২ কেজি গাঁজাসহ একজনকে আটক করে বাহুবল মডেল থানায় সোপর্দ করে।

আটক ব্যক্তি হচ্ছে চুনারুঘাট আমকান্দি গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মর্তুজ আলী। বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের বানিয়াগাঁও গ্রামে আয়াত আলীর কলাবাগান থেকে তাকে আটক করে সেনাবাহিনী।

এ ব্যাপারে বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) সুকান্ত চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান,৯০ কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে সেনাবাহিনী আটক করেছে৷ আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানায় মামলা দায়ের হয়েছে৷ তাকে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করা হবে৷

 

Explore More Districts