চট্টগ্রামের মিরসরাই উপজেলার উত্তর আমবাড়িয়া এলাকায় ট্রেনে কাটা পড়ে ছোটন কুমার দে (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ জুন) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছোটন কুমার দে ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার দক্ষিণ জুজখোলা গ্রামের বাসিন্দা অজিত কুমার দে’র ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে চট্টগ্রামগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান ছোটন। স্থানীয়রা বিষয়টি দ্রুত রেলওয়ে পুলিশকে জানালে, সীতাকুণ্ড রেল ফাঁড়ির একটি দল গিয়ে মরদেহ উদ্ধার করে।
রেলওয়ে পুলিশের সীতাকুণ্ড ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আশরাফ সিদ্দিকী বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছিন্নবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই যুবক মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন।”
পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহটি হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
এমজে/সিটিজিনিউজ