চট্টগ্রামের হাটহাজারীর ১নং দক্ষিণ পাহাড়তলী (চসিক) ওয়ার্ডের সন্দ্বীপ কলোনিতে ছাত্রদল কর্মী আরিফ হোসেন হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
মঙ্গলবার (১৭ জুন) বিকেলে ফতেয়াবাদ ক্লিনিকের সামনে থেকে শুরু হয়ে ফতেয়াবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয় এই বিক্ষোভ মিছিল। আয়োজন করে ১নং দক্ষিণ পাহাড়তলী (চসিক) ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
সমাবেশে সভাপতিত্ব করেন ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুহাম্মদ নুর নবী এবং সঞ্চালনা করেন সদস্য সচিব শাহাদাত হোসেন আফনান।
বক্তারা অভিযোগ করেন, ছাত্রদল কর্মী আরিফ হোসেনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বক্তারা দ্রুত সময়ের মধ্যে দায়ীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
সমাবেশে বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মুহাম্মদ আলাউদ্দিন তালুকদার এবং নিহত আরিফ হোসেনের পিতা আবুল ফয়েজ। বক্তারা দাবি করেন, ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।
তারা আরও বলেন, স্থানীয় স্বেচ্ছাসেবক দলের কর্মী মো. রাজুকে একটি মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে তারা তার নিঃশর্ত মুক্তি দাবি করেন।
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডে কোনো বিশৃঙ্খলা বা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল ঘরে বসে থাকবে না—প্রয়োজনে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।”
সমাবেশে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ শেখ ফরিদ, ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি নিজামুল হক রুবেল, বর্তমান সভাপতি মুহাম্মদ রিমন, সাধারণ সম্পাদক কাওসার সাদমানসহ স্থানীয় নেতাকর্মীরা।
এমজে/সিটিজিনিউজ