নতুন আরেক মামলায় গ্রেফতার তুরিন আফরোজ – DesheBideshe

নতুন আরেক মামলায় গ্রেফতার তুরিন আফরোজ – DesheBideshe



নতুন আরেক মামলায় গ্রেফতার তুরিন আফরোজ – DesheBideshe

ঢাকা, ১৮ জুন – আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে (৫২) আরও এক হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম মিজবাহ উর রহমান মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী আরাফাত হুসাইন (১২) রাজধানীর উত্তরায় জামিয়া রওজাতুল উলুম মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ছাত্র ছিল। গত ৫ আগস্ট সকাল ৮টা থেকে আরাফাত বৈষম্যবিরোধী আন্দোলনে উত্তরা ৭নং সেক্টর এলাকায় বিক্ষোভ করছিল। এসময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় গুলিবিদ্ধ হন হুসাইন। পরে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২২ ডিসেম্বর মৃত্যুবরণ করেন তিনি।

এ ঘটনায় রাজধানীর উত্তরা পশ্চিম থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন ভুক্তভোগীর বড় ভাই মো. হাসান আলী।

এর আগে গত ৭ এপ্রিল রাতে তুরিন আফরোজকে গ্রেফতার করে পুলিশ। পরের দিন একটি হত্যাচেষ্টা মামলায় তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন। এরপর থেকে কারাগারে আছেন তিনি।

সূত্র: বাংলা ট্রিবিউন
আইএ/ ১৮ জুন ২০২৫



Explore More Districts