সাবেক এমপি সারোয়ার জাহান গ্রেপ্তার‎ – DesheBideshe

সাবেক এমপি সারোয়ার জাহান গ্রেপ্তার‎ – DesheBideshe



সাবেক এমপি সারোয়ার জাহান গ্রেপ্তার‎ – DesheBideshe

ঢাকা, ১৭ জুন – রাজধানীতে আরও এক সাবেক সংসদ সদস্য গ্রেপ্তার হয়েছেন।

মঙ্গলবার (১৭ জুন) দুপুরে মোহাম্মদপুরের থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ জানায়, মোহাম্মদপুর বসিলা সিটি ডেভেলপার এলাকা থেকে কুষ্টিয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য সারোয়ার জাহান বাদশাকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে ঢাকা-১৩ আসনের বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিলে নেতৃত্ব দেওয়া নিষিদ্ধ সংগঠনের কয়েকজনকে আমরা শনাক্ত করেছি।

এসব ঘটনার সত্যতা স্বীকার করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বসিলা এলাকায় অভিযান চালিয়ে পলাতক সাবেক এই এমপি সারোয়ার জাহান বাদশাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

তিনি আরও জানান, ঝটিকা মিছিলে নেতৃত্ব দেওয়া নিষিদ্ধ সংগঠনের কয়েকজনকে গ্রেপ্তারে অভিযান চলছে।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১৭ জুন ২০২৫



Explore More Districts