চৌগাছায় নোভা এইড হাসপাতাল সিলগালা

চৌগাছায় নোভা এইড হাসপাতাল সিলগালা

যশোরের চৌগাছায় নানা অনিয়ম এবং নিবন্ধন নবায়ন না করার অভিযোগে নোভা এইড হাসপাতাল নামের একটি ক্লিনিক সিলগালা করা হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) বিকেলে যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা এই অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, ক্লিনিকটি দীর্ঘদিন ধরে নানা অনিয়মের মধ্য দিয়ে পরিচালিত হচ্ছিল। অভিযানে গিয়ে দেখা যায়, নোভা এইড হাসপাতালে দুইজন চিকিৎসক থাকার নিয়ম থাকলেও দুই ঘণ্টা অপেক্ষা করেও কোনো চিকিৎসক পাওয়া যায়নি। এছাড়াও, ক্লিনিকে কোনো ডিপ্লোমাধারী নার্স ছিলেন না। আরও গুরুতর বিষয় হলো, ২০২১ সালের পর থেকে ক্লিনিকটির লাইসেন্স নবায়ন করা হয়নি। অপারেশন থিয়েটারে অতিরিক্ত অস্ত্রোপচারের সুতা পড়ে থাকতে দেখা যায় এবং জরুরি ওষুধের তালিকায় থাকা মলদ্বারের ক্যাপসুল ফ্রিজে সংরক্ষিত ছিল না, যা নিয়ম অনুযায়ী ফ্রিজে রাখার কথা।

অভিযান শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানুল মিজান রুমি বলেন, অপারেশন থিয়েটারের বৈধ কাগজপত্র দেখাতে পারলে সেটি খুলে দেওয়া হবে। তবে বৈধ কাগজপত্র ছাড়া কোনো ধরনের অপারেশন করা যাবে না।

অভিযান পরিচালনাকালে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান, স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

Explore More Districts