চাঁদপুরে ডাকাতিয়া নদীতে ফের কলেজছাত্র নিখোঁজ

চাঁদপুরে ডাকাতিয়া নদীতে ফের কলেজছাত্র নিখোঁজ

চাঁদপুর শহরের দর্জিঘাট এলাকায় গোসল করতে গিয়ে ফের কলেজ ছাত্র নিখোঁজ হয়েছেন। কিছুদিন পূর্বে এক কলেজ ছাত্রের একইভাবে নিখোঁজ ও পরদিন লাশ পাওয়ার স্মৃতি মুছে না যেতেই ১৬ জুন সোমবার তার মতো আরেকজন নিখোঁজ হয়েছেন। ডাকাতিয়া নদীতে গোসল করতে নিখোঁজ হওয়া এই ছাত্রের নাম আহম্মদ উল্লাহ (১৮)। সোমবার দুপুর আনুমানিক আড়াইটার সময় এ ঘটনা ঘটে।

নিখোঁজ আহম্মদ উল্লাহ চাঁদপুর পুরান বাজার ডিগ্রি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। তার পিতার নাম মাওলানা আব্দুল গাফফার। বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার অন্তর্গত সকদিরামপুর পূর্ব চান্দ্রা গ্রামে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে সে দর্জিঘাট এলাকায় ডাকাতিয়া নদীতে গোসল করতে যান আহম্মদ উল্লাহ। দীর্ঘ সময় সে বাড়িতে ফিরে না যাওয়ায় পরিবারের লোকজন খোঁজ করতে দর্জিঘাট ডাকাতিয়া পাড়ে গিয়ে দেখেন নদীর ঘাটে বালতি সাবান সবই পড়ে আছে। কিন্তু আহম্মদ উল্ল্যার কোন খোঁজ মিলেনি।

স্থানীয়রা ধারনা করছেন হয়তো গোসলের এক পর্যায়ে পানির স্রোতে সে তলিয়ে যান। পরবর্তীতে স্থানীয় লোকজন চাঁদপুর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে সন্ধ্যার দিকে চাঁদপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। তবে এ সংবাদ লেখা পর্যন্ত আহম্মদ উল্লাহর কোনো খোঁজ পাওয়া যায়নি।
এ ঘটনায় পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা নদীতে গোসলের সময় সাবধানতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।

এদিকে পরিবারের আহবান কোনো সহৃদয়বান ব্যক্তি যদি আহম্মদ উল্লাহর সন্ধান পেয়ে থাকেন, তাহলে অনুগ্রহ করে নিম্নোক্ত মোবাইল নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন।
০১৯১৩-৫১৬১৪৮ সন্ধ্যার পর পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকতে দেখা গেছে।

প্রতিবেদক: কবির হোসেন মিজি, ১৭ জুন ২০২৫

Explore More Districts