রামুতে বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩ – Chittagong News

রামুতে বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩ – Chittagong News

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু উপজেলার রশিদনগর ইউনিয়নে বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন বাবা-ছেলেসহ তিনজন। একই ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।

সোমবার (১৬ জুন) সকাল ৮টার দিকে উপজেলার পানিরছড়া এলাকায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের খরুলিয়া দক্ষিণ পাতলী গ্রামের হাবিব উল্লাহ (৫৫), তার মাদ্রাসাপড়ুয়া ছেলে রিয়াদ (১১), এবং রামুর পূর্ব রাজারকুল এলাকার হিমাংসু বড়ুয়ার মেয়ে রিমঝিম বড়ুয়া (২৩)।

পুলিশ জানায়, কক্সবাজারগামী একটি কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীতমুখী চট্টগ্রামগামী পূরবী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ধানক্ষেতে উল্টে পড়ে যায়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়, আহত হন অন্তত ২০ জন যাত্রী। স্থানীয়রা ও ফায়ার সার্ভিস সদস্যরা বাস কেটে আহতদের উদ্ধার করে রামু ও কক্সবাজার সদর হাসপাতালে পাঠান।

এক হৃদয়বিদারক তথ্য জানিয়ে স্থানীয়রা বলেন, নিহত রিমঝিম বড়ুয়া ছিলেন কক্সবাজার সরকারি কলেজের শিক্ষার্থী। আগামী ৫ জুলাই তার বিয়ের কথা ছিল। বিয়ের কেনাকাটা করতে তিনি চট্টগ্রামে যাচ্ছিলেন, কিন্তু তার সেই স্বপ্ন অপূর্ণই রয়ে গেল।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়বুর রহমান জানান, “দুর্ঘটনায় একজন নারী ও একটি শিশুসহ তিনজন নিহত হয়েছেন। মরদেহগুলো কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাস ও কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কে অতিরিক্ত গতি ও নিয়ম না মানার কারণে এমন দুর্ঘটনা প্রায়ই ঘটছে। তারা দুর্ঘটনা রোধে কঠোর ট্রাফিক নজরদারির দাবি জানিয়েছেন।

এমজে/সিটিজিনিউজ

Explore More Districts