পটিয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মাষ্টার শফিউল আলম – Chittagong News

পটিয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মাষ্টার শফিউল আলম – Chittagong News

পটিয়া প্রেস ক্লাবের সহ সভাপতি মাস্টার শফিউল আলমকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে। ১৪ জুন (শনিবার) রাতে স্থানীয় এক রেঁস্তোরায় প্রেস ক্লাবের এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

এসময় সভায় উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সহ-সভাপতি শফিউল আলম (সম্পাদক- সাপ্তাহিক এজাহার), সাধারণ সম্পাদক গোলাম কাদের (চট্টগ্রাম মঞ্চ/ আলোকিত বাংলাদেশ), যুগ্ম সাধারণ সম্পাদক আ,ন,ম সেলিম (দেশরূপান্ত), অর্থ সম্পাদক বিকাশ চৌধুরী (দৈনিক জনকণ্ঠ/ সুভাত বাংলাদেশ), প্রচার সম্পাদক মহিউদ্দিন চৌধুরী (একুশে টিভি/ আজকের চট্টগ্রাম), দপ্তর সম্পাদক মোঃ মোরশেদ আলম (সময়ের আলো), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সনজয় সেন (ভোরের দর্পন), সমাজ কল্যাণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন (দৈনিক সাঙ্গু), কার্যকরী সদস্য রনি কান্তি দেব (বিজয় টিভি/ জনবাণী), শহিদুল ইসলাম (এশিয়ান টিভি), হেলাল উদ্দিন নিরব (বাংলাদেশের খবর)।

সভায় বক্তারা বলেন, বর্তমানে প্রেস ক্লাবের কার্যক্রমে গতিশীল করার লক্ষ্যে গঠনতন্ত্র মোতাবেকসহ সভাপতি শফিউল আলমকে ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত করা হয়।

এমজে/সিটিজিনিউজ

Explore More Districts