রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৪তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে দিনব্যাপী বই মেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে আনুষ্ঠানিক ভাবে দিনব্যাপী বইমেলার সমাপনী অনুষ্ঠিত হয়।
এ সময় দলীয় নেতাকর্মীরা তাদের পছন্দের বই কিনে একে অপরের মাঝে বিনিময় করেন।
এতে উপস্থিত ছিলেন, জিয়া স্মৃতি পাঠাগার রাজবাড়ী জেলা শাখার সভাপতি ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক আব্দুস সালাম মিয়া, সাধারন সম্পাদক এস এম জান্নাতুল ইসলাম, জিয়া স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুহিনুর রহমান, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মজিবর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন, রাজবাড়ী সরকারী কলেজের ২০১০ ছাত্র সংসদের জিএস তসলিম প্রমূখ।
জানাগেছে, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৪তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে জিয়া স্মৃতি পাঠাগার রাজবাড়ী জেলা শাখার আয়োজনে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে দিনব্যাপী বই মেলার আয়োজন করে। মেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জীবন ও রাজনীতি নিয়ে লেখা বিভিন্ন ধরনের বই স্থান পায়।
The post জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে বই মেলা appeared first on রাজবাড়ী বার্তা.