সমবেদনা জানাতে কাদের সিদ্দিকীর বাসায় বিএনপি নেতা টুকু, ভাসছেন প্রশংসায় – News Tangail

সমবেদনা জানাতে কাদের সিদ্দিকীর বাসায় বিএনপি নেতা টুকু, ভাসছেন প্রশংসায় – News Tangail

নিজস্ব প্রতিবেদক: কৃষক শ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী সহধর্মিণী নাসরিন সিদ্দিকী মারা যাওয়ায় কাদের সিদ্দিকী ও তার পরিবারের সদস্যদের খোঁজ-খবর নিতে এবং সমবেদনা জানাতে তার বাসায় গিয়েছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

গত বুধবার (১১ জুন) রাত ৮টার দিকে টাঙ্গাইল পৌর শহরের জেলা সদর রোডের কাদের সিদ্দিকীর সোনার বাংলা বাসায় যান বিএনপির এই নেতা।

এরপর বাসায় বেশ কিছু সময় অবস্থান করে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন ও সমবেদনা জানান তিনি। টুকুকে কাছে পেয়ে বঙ্গবীর কাদের সিদ্দিকী খুশি হয়েছেন বলে জানিয়েছেন উপস্থিত লোকজন।

এ সময় সুলতান সালাউদ্দিন টুকুর সঙ্গে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিকসহ জেলার অন্যান্য নেতাকর্মীও সঙ্গে ছিলেন।

সুলতান সালাউদ্দিন টুকু জানান— বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সমবেদনা জানাতে তিনি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর বাসায় গিয়েছিলেন।

এদিকে সুলতান সালাউদ্দিন টুকু স্ত্রী হারানো বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর বাসায় যাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে। যা ফেসবুক দুনিয়ায় প্রশংসায় ভাসছেন তিনি।

আবু হানিফ বাবু তার ফেসবুকে লিখেছেন— ‘আমরা গর্ববোধ করি, এমন সৌজন্য বজায় থাকুক রাজনৈতিক অঙ্গনে’।

জাকির নামে একজন লিখেছেন— টুকু ভাই মন্যুষ্যত্বের পরিচয় দিয়েছেন’।

মন্ডল তারেক নামে আরেকজন লিখেছেন— টুকু ভাই জিন্দাবাদ……আজ অনেক সুন্দর একটা সৌজন্যে সাক্ষাৎ দেখলাম। যা রাজনৈতিক অঙ্গনে এমন সম্পর্ক থাকা খুবই গুরুত্বপূর্ণ বলে মনি’।

শাহনাজ পারভীন লিখেছেন— ‘খুব ভালো লাগলো ধন্যবাদ টুকু ভাই এবং শফিক ভাই। রাজনীতি এমন সহমর্মিতা থাকলে দেশের উন্নয়ন সম্ভব’।

তানভীর রশিদ লিখেছেন— ‘এটাই হলো আসল রাজনৈতিক শিষ্টাচার। রাজনীতিতে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ বজায় থাকা অবশ্যই জরুরি। এতে টুকু ভাইয়ের উদার মানুষিকতার পরিচয় পাওয়া যায়। অনেক ধন্যবাদ ও শুভকামনা জানাচ্ছি প্রিয় লিডার টুকু ভাইয়ের প্রতি। সেই সাথে তোমাকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি। শুভকামনা রইলো অবিরাম অন্তহীন সবসময়ই’।

গত ২২ মে নাসরিন সিদ্দিকীর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। প্রথমে তাঁকে ঢাকার নিউরো সায়েন্সেস হাসপাতালে নেওয়া হয়। তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। পরে স্কয়ার হাসপাতালে নিউরো নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হলে ২৩ মে মস্তিকে অস্ত্রপাচার হয়।

এরপর চিকিৎসাধীন অবস্থায় গত ৭ জুন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে রাত ১১টায় ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নাসরিন সিদ্দিকী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। তাদের এক ছেলে ও মেয়ে রয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts