- নারায়ণগঞ্জ, পটুয়াখালী প্রতিদিন, শহরের বাইরে, সারাদেশ
- দুমকিতে এক রাতে দুই বাড়িতে চুরি : জনমনে আতঙ্কে
সিদ্ধিরগঞ্জে দোকান থেকে হাত-পা বাধা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
- আপডেট টাইম : জুন, ৩, ২০২৫, ৫:৫২ অপরাহ্ণ
- 275 পড়েছেন
নারায়ণগঞ্জ প্রতিদিন: :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভান্ডারির পুল খাল পাড় নয়াপাড়া এলাকার একটি তালাবদ্ধ দোকান থেকে হাত পা বাধা অজ্ঞাতনামা (২৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ । মঙ্গলবার বিকেলে নয়াপাড়া এলাকার ফখরুল ইসলামের বাড়ির দোকান থেকে লাশটি উদ্ধার করা হয়।
প্রতক্ষ্যদর্শীরা জানান, অল্প কয়েকদিন যাবত দোকানটি ভাড়া নেয় এক লোক। সেই দোকানের ভেতর থেকে দূগন্ধ ও রক্ত দেখে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে।
বাড়ির মালিক ফখরুল ইসলাম জানান, গত ১ তারিখে তার সাথে এক ব্যক্তির দোকান ভাড়ার একটি চুক্তি হয়। কিন্তু চুক্তিপত্রে ভাড়া নেয়া ব্যক্তির এন আইডি কিংবা ছবি নাই। শুধু একটি মোবাইল নাম্বার রয়েছে । তবে হত্যার বিষয়ে তেমন কোনো তথ্য দিতে পারনি বাড়ির মালিক ।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, একটি দোকান থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত চলছে এই হত্যাকান্ডের ঘটনায় কারা জড়িত রয়েছে তা বেড়িয়ে আসবে।