কারও ক্যানভাসে তুলির আঁচড়ে মূর্ত হচ্ছে প্রাণ-প্রকৃতির রূপ, কারও ক্যানভাসে ফুটে উঠছে পরিবেশ সচেতনতার বার্তা। কেউ–বা পরিবর্তিত সময়ে শিল্পের অমর্যাদার বিষয়টি তুলে আনছেন। সময়ের ধ্বনি হয়ে কারও ক্যানভাসে নুয়ে পড়ছে ‘লজ্জাবনত ফুল’। পরিবর্তিত সময়ের কথা আর প্রকৃতির জয়ধ্বনিকে বিষয় করে চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের প্রকৃতি সংরক্ষণ উদ্যোগ ‘সোনাপাহাড়ে’ চলছে তিন দিনব্যাপী আর্ট ক্যাম্প।
‘এটি সেই ফুল, যা প্রতিকূল পরিবেশেও ফোটে’ প্রতিপাদ্য নিয়ে গতকাল বুধবার শুরু হয়েছে এই আর্ট ক্যাম্প। শিল্পযজ্ঞে অংশ নিয়েছেন চট্টগ্রামের ১৫ জন শিল্পী। সোনাপাহাড় কর্তৃপক্ষের সহযোগিতায় ভাস্কর অলক রায়ের তত্ত্বাবধানে এই আর্ট ক্যাম্পে অংশ নেন শিল্পী খাজা কাইয়ুম, জাহেদ আলী চৌধুরী, উত্তম তালুকদার, জয়দেব রোয়াজা, সঞ্জয় দাস, সঞ্জীব বড়ুয়া, সুব্রত দাস, শতাব্দী সোম, শারদ দাশ, জয়নাল আবেদীন, রাসেল কান্তি দাস, সঞ্জয় সরকার, জয়তু চাকমা ও মারুফ আদনান।