আগামী জানুয়ারিতে নির্বাচন চায় গণঅধিকার পরিষদ: শাকিল উজ্জামান – News Tangail

আগামী জানুয়ারিতে নির্বাচন চায় গণঅধিকার পরিষদ: শাকিল উজ্জামান – News Tangail

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ২০২৬ সালের এপ্রিলের প্রথমঅর্ধে যেকোন দিন ঘোষণা করেছেন অন্তবর্তী সরকার। এর প্রেক্ষিতে কথা বলেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর সদস্য ও দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান। তিনি বলেন— সরকার যে সময়টির কথা জানিয়েছেন সেটি প্রাকৃতিক দুর্যোগ, গরম, পাবলিক পরীক্ষার সময়। এ সময়ে জাতীয় নির্বাচনের কোনো পরিবেশ নেই। তাই আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন জানুয়ারি বা ফেব্রুয়ারিতে উপযুক্ত সময়।

মঙ্গলবার (১০ জুন) বিকাল ৫ টায় টাঙ্গাইলের ভূঞাপুর পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় গণঅধিকার পরিষদের ২১ দফা ঘোষণাপত্রের লিফলেট বিতরণকালে তিনি এসব কথা জানিয়েছেন।

শাকিল উজ্জামান বলেন— কোটা আন্দোলনের মূল নায়ক গণঅধিকার পরিষদের ভিপি নুর। সে সময় আমরা স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলায় আমাদের তথা তার মতের বিরোধী দলের নেতাকর্মীরা ঘুম, খুন, নির্যাতন ও জেল-জুলমের শিকার হয়েছেন। আজ সেই স্বৈরাচার দেশ ছেড়ে পালিয়েছেন। শেখ হাসিনা পালালেও তার দোসরা দেশ বসে নানা ষড়যন্ত্র লিপ্ত হয়েছেন। খুনি হাসিনার দ্রুত বিচার কার্যক্রম সস্পন্নের দাবি করছি।

তিনি আরও বলেন— স্বৈরাচার পতনের দীর্ঘ কয়েক মাস পার হলেও দেশে মব বন্ধ হয়নি। সিএনজি-বাস-ট্রাক স্ট্যান্ড ইত্যাদি স্থানে চাঁদাবাজি, দখলবাজি বেড়ে গেছে। এসবরোধে আইনশৃঙ্খলাবাহিনী তৎপরতা বৃদ্ধি দরকার। ভূঞাপুরে ইতোমধ্যে বেশ কয়েকজন সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছিল, নিন্দা জানাচ্ছি। এছাড়াও বর্ষা মৌসুম আসছে, তাই অবৈধভাবে ফসলি জমি থেকে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের প্রতি আহবান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি রুবেল খান, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম তরুন, দপ্তর সম্পাদক ওমর ফারুক, জেলা ছাত্র অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি সজিব, সহ-সাংগঠনিক সম্পাদক সাগর, উপজেলা গণঅধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক, কোষাধ্যক্ষ সোহেল রানা, গোবিন্দাসী ইউনিয়ন গণঅধিকার পরিষদের সভাপতি হারুন, সাধারণ সম্পাদক মান্নান প্রমুখ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts