টাঙ্গাইলে এক মাদক ব্যবসায়ীর কর্মকাণ্ডে অতিষ্ঠ এলাকাবাসী, প্রতিবাদে মানববন্ধন – News Tangail

টাঙ্গাইলে এক মাদক ব্যবসায়ীর কর্মকাণ্ডে অতিষ্ঠ এলাকাবাসী, প্রতিবাদে মানববন্ধন – News Tangail

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের দেলদুয়ারে খন্দকার রাজু নামে এক যুবকের বিরুদ্ধে মাদক বিক্রি, নিরীহ মানুষের জমি দখল, মামলা বাণিজ্য এবং নারী নির্যাতনের অভিযোগ এনে মানববন্ধন বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

মঙ্গলবার (১০ জুন) দুপুরে উপজেলার এলাসিন সিংহরাগী মধ্যপাড়া গ্রামে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।

মানববন্ধন বক্তারা বলেন, ইয়াবা ব্যবসায়ী খন্দকার রাজু দীর্ঘদিন যাবত সিংহরাগী গ্রামে হিরোইন ও ইয়াবা ব্যবসা ব্যবসা পরিচালনা করে আসছে। ফলে মাদকে আসক্ত হয়ে গ্রামের যুব সমাজ আজ ধ্বংসের পথে। তার বিরুদ্ধ যে কথা বলে তাদেরকে নানা ধরণের হুমকি-ধমকি দেয়, তাদেরকে মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে বিভিন্ন হয়রানি করে এবং মামলা বাণিজ্যের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয় সে।

তারা আরও বলেন— শুধু তাই নয়, রাজুর বিরুদ্ধে নিরীহ মানুষের জমি দখল, নারী নির্যাতনের অভিযোগ রয়েছে। এতে তার এমন কর্মকাণ্ডে গ্রামবাসী অতিষ্ঠ হয়ে পড়েছেন। তাই এই মাদক ব্যবসায়ী রাজুকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান এলাকাবাসী।

এ সময় মানববন্ধন বক্তব্য রাখেন— উপজেলা এলাসিন যুবদলের যুগ্ন আহবায়ক মোহাম্মদ শাকিল খান, সাবেক ইউপি সদস্য খন্দকার নুরুজ্জামান, স্থানীয় খন্দকার আক্তার হোসেন, শুকুর আলী খান, সাইফুল ইসলাম প্রমুখ। এতে এলাকার শতশত সচেতন নারী-পুরুষ অংশ নেন

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts