লক্ষ্মীপুরে কাউছার হত্যা, পাল্টা সংবাদ সম্মেলনে বিএনপির বিরুদ্ধে জামায়াতের নতুন অভিযোগ

লক্ষ্মীপুরে কাউছার হত্যা, পাল্টা সংবাদ সম্মেলনে বিএনপির বিরুদ্ধে জামায়াতের নতুন অভিযোগ

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘বিএনপির নেতারা আমাদের বলেছিলেন, হত্যাকারী যে–ই হোক তাঁকে বহিষ্কার করা হবে। কিন্তু বিএনপি সেই প্রতিশ্রুতি রাখেনি। বিএনপি থেকে বলা হচ্ছে, কাউছার এর আগে স্ট্রোক করেছেন, অতএব এটি স্বাভাবিক মৃত্যু। এসব কথায় সবাই বিভ্রান্ত হচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির এআর হাফিজ উল্যাহ, সেক্রেটারি ফারুক হোসাইন নুরনবী, সহসেক্রেটারি মহসিন কবির, লক্ষ্মীপুর শহর জামায়াতের আমির আবুল ফারাহ ও চন্দ্রগঞ্জ থানা জামায়াতের সেক্রেটারি রেজাউল ইসলাম সুমন খান প্রমুখ।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় মারা যান জামায়াত নেতা কাউছার। তিনি বাঙ্গাখাঁ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড জামায়াতের ওলামা বিভাগের সভাপতি ছিলেন।

Explore More Districts