জুলাই অভ্যুত্থানের ৫ হত্যা মামলায় তামান্না – Chittagong News

জুলাই অভ্যুত্থানের ৫ হত্যা মামলায় তামান্না – Chittagong News

আলোচিত সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া পাঁচটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা শুনানি শেষে এ আদেশ দেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন বলেন, পাঁচ মামলার তদন্ত কর্মকর্তারা পৃথক আবেদন করে তামান্নাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে। শুনানি শেষে আদালত পুলিশের আবেদন মঞ্জুর করেছেন।

জানা গেছে, গত বছরের জুলাই-আগস্টে নগরের চান্দগাঁও থানা এলাকায় নিহত হন হৃদয় চন্দ্র তরুয়া, মো. মাহিন, তানভীর সিদ্দিকী, শহীদুল ইসলাম ও ফজলে রাব্বি। এ ঘটনায় চান্দগাঁও থানায় পৃথক পাঁচটি মামলা রুজু হয়। মামলাগুলোর তদন্তে নেমে পুলিশ ওই ঘটনাগুলোতে লোকজন ও অস্ত্র সরবরাহের তথ্য পেয়েছে তামান্নার বিরুদ্ধে। এ কারণে ওই সব হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়।

গত ১৫ মার্চ ঢাকা থেকে সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর লাইভে এসে স্বামীকে কাড়ি কাড়ি টাকা খরচ করে মুক্ত করবেন বলে ঘোষণা দেন তামান্না। এরপর গত ৩০ মার্চ নগরের বাকলিয়া থানার অ্যাক্সেস রোডে একটি প্রাইভেটকারে গুলিতে দুজন নিহত হন। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামি করা হয় কারাগারে সাজ্জাদের পাশাপাশি তার স্ত্রী তামান্নাকেও। পরে গত ১০ মে দিবাগত রাতে চান্দগাঁও থানার বহদ্দারহাট বাড়ইপাড়া এলাকা থেকে তামান্নাকে গ্রেপ্তার করে পুলিশ।

এসসি/সিটিজিনিউজ

Explore More Districts