কর্ণফুলীতে ফিশিং ভেসেল থেকে পড়ে ২ জনের মৃত্যু – Chittagong News

কর্ণফুলীতে ফিশিং ভেসেল থেকে পড়ে ২ জনের মৃত্যু – Chittagong News

কর্ণফুলীতে এফভি সীহার্ট-১ নামে একটি ফিশিং ভেসেল থেকে পড়ে দুই জনের মৃত্যু হয়েছে। সোমবার (২ জুন) রাতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ভেসেলের সুকানি মোহাম্মদ আলতাফ ও প্রধান বাবুর্চি নুর উদ্দিন। তারা দুইজনেই নোয়াখালীর হাতিয়া উপজেলার বাসিন্দা।

সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজিম উদ্দীন জানান, একটি ফিশিং ভেসেল আরেক ভেসেল টেনে নিয়ে যাচ্ছিল। এসময় একটি রশি ছিঁড়ে গেলে রশির সঙ্গে লেগে পা পিছলে নদীতে পড়ে যায়। এতে দুইজনের মৃত্যু হয়। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এসসি/সিটিজিনিউজ

Explore More Districts