রাজাপুরে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃ ত্যু

রাজাপুরে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃ ত্যু

৬ June ২০২৫ Friday ৫:৩৬:৪৫ PM

Print this E-mail this


রাজাপুর ((ঝালকাঠি) প্রতিনিধি:

রাজাপুরে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃ ত্যু

ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় পানিতে ডুবে মোসাঃ হালিমা (৫.৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃ ত্যু হয়েছে। ৫ জুন দুপুর আনুমানিক ২টা থেকে ২টা ৩০ মিনিটের মধ্যে এই দুঃখজনক ঘটনাটি ঘটে।

নি হত হালিমা রাজাপুর উপজেলার আঙ্গারিয়া এলাকার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ মিজানুর রহমান হাওলাদার ও মোসাঃ হীরার মেয়ে।

জানা গেছে, ঘটনার সময় হালিমা নিজ বাড়িতে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। একপর্যায়ে তার মা তাকে দেখতে না পেয়ে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের সহায়তায় খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পেছনের পুকুরে শিশুটিকে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান তারা। পরে দ্রুত উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হালিমাকে মৃ ত ঘোষণা করেন।

খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এই ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts