ঝালকাঠিতে গাছের সঙ্গে মাহিন্দ্রার ধাক্কা, নিহত ১

ঝালকাঠিতে গাছের সঙ্গে মাহিন্দ্রার ধাক্কা, নিহত ১

৬ June ২০২৫ Friday ১:৩৫:১৩ PM

Print this E-mail this


ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে গাছের সঙ্গে মাহিন্দ্রার ধাক্কা, নিহত ১

ঝালকাঠিতে যাত্রীবাহী মাহিন্দ্রা গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মো. মিরাজ (৩০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এতে আরও পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার (৬ জুন) সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার কৃষ্ণকাঠি এলাকায় পরিসংখ্যান কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মিরাজ বরগুনা জেলার বেতাগী উপজেলার বটতলা এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানান, বরিশাল থেকে ছেড়ে আসা রাজাপুরগামী একটি মাহিন্দ্রা বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের কৃষ্ণকাঠি এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। 

এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মিরাজ নিহত হন। গুরুতর আহত পাঁচজনকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে একজনের অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়।

ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মাহিন্দ্রাটি জব্দ করেছে। চালক পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts