গাজীপুর আইনজীবী সমিতির নির্বাচন: সভাপতি-সম্পাদকসহ জামায়াত সমর্থিত প্যানেল বিজয়ী – Daily Gazipur Online

গাজীপুর আইনজীবী সমিতির নির্বাচন: সভাপতি-সম্পাদকসহ জামায়াত সমর্থিত প্যানেল বিজয়ী – Daily Gazipur Online

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুর জেলা আইনজীবী সমিতির (২০২৫-২৬) নির্বাচনে ১৬টি পদের মধ্যে আওয়ামী লীগের গোপন ভোটে সভাপতি, সাধারণ সম্পাদক ও সহ-সাধারণ সম্পাদকসহ ৫টি পদে জামায়াত সমর্থিত সবুজ প্যানেল বিজয়ী হয়েছে। এ বিজয়ের মধ্য দিয়ে গাজীপুর আইনজীবী সমিতির রাজনীতিতে জামায়াত একটি নতুন ইতিহাস গড়েছে।
জামায়াত সমর্থিত সবুজ প্যানেল থেকে বিজয়ীরা হলেন- সভাপতি শামসুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান কামাল, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ ফখরুদ্দীন আকবরী (ফখরু), সদস্য আব্দুর রহিম ও মাহদী হাসান।
অন্যদিকে বিএনপি সমর্থিত প্যানেল সহ-সভাপতি ও কোষাধ্যক্ষসহ ১১টি পদে জয়লাভ করেছে। তাদের মধ্যে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি আব্দুল হামিদ, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, লাইব্রেরি সম্পাদক কামরুল হাসান রাসেল, অডিটর রবিউল আলম, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক সালাহ্ উদ্দিন খান অপু, মহিলা সম্পাদিকা আজিজা আক্তার, সদস্য আসিফ রায়হান কাউসার, আশিকুর রহমান, কামরুল হাসান, ফাতেমা খান ও শ্যামল সরকার।
জানা গেছে, নির্বাচনে আওয়ামী লীগ সমর্থক কোনো প্যানেল অংশ নেয়নি এবং জাতীয়ভাবে দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকায় তাদের বার্ষিক ডিউজ জামায়াতের পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়েছিল।
এছাড়া ভোট দেওয়ার পর তাদের অনেককেই জামায়াতের প্রার্থী কর্তৃক আয়োজিত দুপুরের খাবার খেতে দেখা গেছে। আইনজীবীদের অনেকেই জানিয়েছেন, গাজীপুর বারে জামায়াতের প্যানেল ভোট রয়েছে মাত্র ৬০-৭০টি। সেখানে জামায়াতের প্রার্থী ভোট পেয়েছেন ৭৬৯টি। বিএনপির প্রার্থী ড. সহিদুজ্জামান পেয়েছেন ৫৬৪ ভোট।
এ ফলাফল গাজীপুর আইন অঙ্গনে আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের মেলবন্ধনের প্রতিচ্ছবি বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

Print Friendly, PDF & Email

Explore More Districts