৫ June ২০২৫ Thursday ৬:৩৩:৫৫ PM | ![]() ![]() ![]() ![]() |
বরিশাল নগরের হেমায়েতউদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত শনিবার (৭ জুন) সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। এ ছাড়া জেলার সহস্ত্রাধিক মসজিদ ও ঈদগাহ ময়দানে কোরবানির এ ঈদের নাজাম আদায় করবেন মুসল্লিরা।
পাশাপাশি নগরের বেশ কয়েকটি মসজিদে দুটি করে ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নগরের প্রধান ঈদের জামাতের জন্য কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের সব প্রস্ততি সম্পন্ন করেছে বরিশাল সিটি করপোরেশন।
এখানে প্রতিবছরের মতো বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের নেতাকর্মীরা মিলিত হবেন।
বিগত দিনের মতো এবারে প্রথম কোরবানির ঈদে আওয়ামীলীগের শীর্ষ পর্যায়ের নেতাদের উপস্থিতি দেখা যাবে না এ জামাতে।
দ্বিতীয় জামাতের মধ্য দিয়ে বরিশাল নগরীতে সর্বশেষ ঈদের জামাত সকাল ৯টায় কেন্দ্রীয় বায়তুল মোকাররম মসজিদ, কসাই জামে মসজিদ, জামে এবায়েদুল্লাহ মসজিদে অনুষ্ঠিত হবে।
এর আগে সকাল ৮টায় এসব মসজিদে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
এ ছাড়া নগরের দক্ষিণ আলেকান্দার আলহাজ ইউছুমদ্দিন জামে মসজিদ, সদররোডের পোর্টরোডের কেরামতিয়া জামে মসজিদে দুটি করে ঈদের জামাতের আয়োজন করা হয়েছে। অপরদিকে মেডিকেল কলেজ সেন্ট্রাল মসজিদে সকাল, জেলা মডেল মসজিদে সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
অপরদিকে চরমোনাই দরবার শরীফ, নেছারাবাদ ঈদগাহ ময়দান ও গুঠিয়া বাইতুল আমান জামে মসজিদে সকাল সাড়ে ৮টার মধ্যে বৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
ঝালকাঠি নেছারাবাদ জামে মসজিদে (কায়েদ সাব হুজুরবাড়ি) সকাল ৮টায় ঈদের জামাত হবে বলে জানিয়েছেন মসজিদের প্রশাসনিক কর্মকর্তা মাওলানা মোহাম্মদ মাহাবুবুর রহমান। এছাড়া বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া বায়তুল আমান জামে মসজিদেও সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত ইমাম সিদ্দিকুর রহমান।
জাতীয় ইমাম সমিতি বরিশাল মহানগর সূত্রে জানা গেছে, মহানগরের প্রায় ৫০০ মসজিদের মধ্যে তিন শতাধিক মসজিদে সকাল ৭টা থেকে সাড়ে ৯টার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
যদি ঈদের দিন বৃষ্টি হলে ঈদগাহ ময়দানে নামাজ আদায় করতে না পারা গেলে, সেক্ষেত্রে স্ব-স্ব মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |