ইসলামপুরে হাফিজ পাঠাগারের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি – দৈনিক আজকের জামালপুর

ইসলামপুরে হাফিজ পাঠাগারের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি – দৈনিক আজকের জামালপুর




ইসলামপুরে হাফিজ পাঠাগারের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি – দৈনিক আজকের জামালপুর



ইসলামপুর সংবকাদদাতা : জামালপুরের ইসলামপুরে বৃক্ষরোপনের উদ্দেশ্যে সাধারণ মানুষের মাঝে বিভিন্ন ধরনের ফলদ-বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। গত বুধবার ৪জুন দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে হফিজ পাঠাগারের উদ্যোগে ৪শত চারা গাছ বিতরণে সময় উপস্থিত ছিলেন হাফিজ পাঠাগারের সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ্ আবির আহম্মেদ বিপুল মাস্টার। “চলো করি বৃক্ষরোপণ, গড়ে তুলি সবুজ ভুবন”। এই স্লোগানকে সামনে রেখে তিনি বলেন, গাছ লাগান পরিবেশ বাঁচান। বৃক্ষ মানুষের পরমবন্ধু। তরুণদের বৃক্ষ রোপনে এগিয়ে আসতে হবে। আমরা যদি প্রতিটি পরিবার থেকে দুটি করে গাছ রোপণ করে, পরম যতেœ বড় করি তাহলে পরিবেশের ভারসাম্য অনেকটা রক্ষা হবে, এবং এর সুফল আমরা সবাই পাবো। এসময় উপস্থিত ছিলেন ইসলামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটন, হাফিজ পাঠাগারের সদস্য মাসুদুল হাসান জনি, পিয়াসসহ আরো অনেকে।


Explore More Districts